আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কি,
আমরা বহু নামে ধরা ধামে কোত রকমে ডাকি।।
কেহ তোমায় বলে ভগবান
গড বলে কেউ করিয়ে আহবান
কেহ খোদা কেউ যিহুদা কেউ কয় পাথিয়ান;
গাইলাম জনম ভরে মুখস্ত গান
মুখবোলা টিয়াপাখি।।
সকল শাস্ত্রে শুনিয়ে যে পাই,
তোমার না কি পিতামাতা নাই
তোমার নামকরণ কে করিলো বসে ভাবি তাই;
তুমি নাকি কি অনামি সাঁই
আমরা তার বুঝি বা কি।।
কেহ পিতা কেহ পুত্র কয়,
বন্ধু বলে কেউ দেয় পরিচয়
তুমি সকলের সকল আবার কারো কিছু নয়;
দয়াল তোমার আসল যে পরিচয়
কে জানে তা কি না কি।।
পাগল বিজয় বলৈ, মনের কথা কই,
আমি খাঁটি ভাবের পাগল নাই
গোল বেধেছে মানের মাঝে কাজেই পাগল হই;
আমার বুকে যা নাই মুখে তাই কই
কাটাকান চুলে ঢাকি।।