ভবঘুরেকথা
মাতাল রাজ্জাক দেওয়ান

জানি জীবনে আমায়
রাখিবে না মনে
আমার এ গান নিশি অবসানে।।

ক্ষনিকের ফুল আমি
ক্ষনিকের ভালোবাসা
ক্ষনিক সাজানো থাকি ফুলদানিতে
আমার এ গান নিশি অবসানে।।

জোছনা ই ভালো লাগে
চাঁদকে নয়
যে চাঁদের লাগিয়া
ধরা হলো জোছনা ময়
ভোরেরই আভায় যদি
চাঁদ ডুবে যায়
মনে কি রাখিবে তায়
চাঁদের জোছনা বিনে
আমার এ গান নিশি অবসানে।।

কত সুর রয়ে গেছে
আরো কত গান
যারে শোনাব আমি
ও বড় পাষাণ
চলার পথিক আমি পথেই হারাব
মাতাল রাজ্জাকেরে রেখে যাব গানে গানে
আমার এ গান নিশি অবসানে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!