আমি জানি না শ্রী রাধা কই, বৃন্দে আমি সত্য কথা কই
রাধ রাধা রাধা বলে, রাধা প্রেম হালাল জই।।
চাতুরী করি নাই সখি, সবে করে ডাকাডাকি
একা কৃষ্ণ কারবা আমি হই
কেউ খেতে দেয় মিছরী ছানা, কেউ খেতে দেয় চুকো দই।।
দেবতা গন্ধর্ভ নরে, যে জন ডাকে ভক্তি ভরে
তার খাতায় দিয়ে থাকি সই
থাকি মাঠে ঘাটে, ঘাটে পথে
কারো কিংবা কারো নই।।
বাস করি শ্রীবৃন্দাবনে, ধেনু লয়ে মাঠে মাঠে, করি-রে হৈ হৈ
যাদু বিন্দু ভনে গোঁসাই কবীর, ভবপারের কর্তা ঐ।।