জানো নারে পরমকারণ
জানো নারে পরমকারণ
শ্যামা শূদ্রমেয়ে নয়,
সে ঘেরি করিয়ে কখনো কখনো
পুরুষ হয়।।
কভু হয় হরা কভু হয় হরি
কখনো হয় মা ধনুকধারী,
কভু স্বরস্বতী কভু লক্ষ গোপী
কখনো কখনো জানকী হয়।।
কভু বৃন্দাবনে রাখালেরই সনে
কাননে ধেনু চরায় কভু কুঞ্জবনে,
কভু বৃন্দাবনে আসি, বাজায় বাঁশী
ব্রজজনার মন হরে নেয়।।
যে ভাবে যে করে ভজন
সে সেইভাবে পায় দর্শন,
তাই জেনে ফকির লালন ভনে
ছলনায় সেরূপ লুকায়ে দেখায়।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….