জীবনের বসন্তের সবুজ
মুছে গেছে তোর অবুঝ
এতো সংসারের সংঘাতে তবু হলো না তোর বুঝ;
কেন বুঝলি না রে ওরে অবুঝ
দেখিয়া আর শুনিয়া।।
বেঁধে ভাঙ্গন কূলে ঘর
ভুলে আছো পরাৎসর
কতো ভাঙ্গে কতো গড়ে এই সে নদীর চর;
তবু জড়ায়ে আছো তার ভিতর
মায়াতে জাল বুনিয়া।।
অসার পসারে ভুলে
আশঅর বাসা তার মূলে
দুয়ার দেওয়া ঘরের কপাট দিলি না খুলে;
কেবল বসে আশা-নদীর কূলে
দিন গেলো ঢেউ গুনিয়া।।
থেকে মায়ার মর্তপুর
পিছন পলেম অনেক দূর
পাগল বিজয় বলে, এ যে আমার স্বকর্মের কসুর;
উঠলো কতো কালের হারানো সুর
মরমে গুণ গুনিয়া।।