জীবনের সাধ নাই গো সখী জীবনের সাধ নাই
আমার দেহার মাঝে যে যন্ত্রণা করে বা দেখাই।।
আর নিতিনিতি ফুলের মালা আমি জলেতে ভাসাই
আজ আসিব কাল আসব বলে মনেরে বুঝাই।।
একা কুঞ্জে বসে আমি রজনী পোষাই
এমন দরদী নাই গো আমায় ডাকিয়া জিগায়।।
ভাইবে রাধারমণ বলে শুন গো ধনী রাই
অন্তিম কালে যুগল চরণ অধম যেন পাই।।