জীবনে না দেখা দিলে মরনে যেন পাই তোমায়
হায়রে কলিজায়-কত বা সহিব বিচ্ছেদেরর জ্বালা।।
বন্ধুরে, মুই দূঃখিনীর কপাল মন্দ, অঙ্গে রইল বিয়ার গন্ধ
শিশুকালে দাগা দিয়ে গিয়েছে কোথায়,
কানতে কানতে সেই অবধি ভাসাইলাম কত নদী
সে সব কথা মনে হলে, আগুন জ্বলে গায়-হায়রে কলিজায়।।
বন্ধুরে, জাতি-কুল যৌবন নিলে, ভাই-বান্ধব ছাড়াইলে
পাগল বলে দুনিয়ার লোকে মন্দ গায়,
দেও দূঃখ যা’ আছে মনে, সহিতেছি নিরজনে
প্রেমিকা বলিয়ে নাম লেখিও খিতায়-হায়রে কলিজায়।।