জীবনে মোর যতো আসে প্রকৃতির ঘোর পরিহাস
দয়াল রে যেন তোমারে না করি অবিশ্কবাস।
দুর্নিবার কালের পেষণে দুর্দিনের দু:খ বেদনে
যতো জেগে ওঠে মনে বুক ভাঙ্গা দীর্ঘনিশ্বাস।।
নির্মম সংসারে মোরে যতো দেয় যন্ত্রণা
আপন জনের কাছে যদি না পাই সান্ত্বনা।
বঞ্চনা সে করে যতো
ততোই হই আশাহত
তোমার পদে থাকলে নত সব বিপদ হবে নিবাশ।।
অন্ধকারে পথ হারায়ে ঘুরিয়ে সময়
তুমি সাথে আছো যেন ইহা মনে রয়।
সম্মুখেতে বাধলে নদী
ডাকলে কেউ না শোনে যদি
তুমি মোর আছো দরদি তখন দিবে আশ্বাস।।
কেহ যদি যক্তি-তর্ক এনে জোরালো
আমার মনের চিন্তাধারা করে ঘোরালো।
অন্তরের সহজ সংস্কার যেন
করে দেয় মোর পথ পরিস্কার
এই জীবনে এই পুরস্কার লবিতে মোর অভিলাষ।।
তুমি যদি তুষ্ট থাকো আমার স্বভাবে
জন-সমাজের লোক নিন্দায় কি আসবে যাবে।
সহ্য করে সব নির্যাতন
হই যেন তোমার মন মতন
নিত্য করি স্মরণ-মনন চিত্তে দাও মোর এই বিকাশ।।
সর্বহারা হলেও যেন গর্ব থাকে এই
তুমি আমার পরম সম্পদ তুলনা যার নেই;
পাগল বিজয় বলে, ঘোর বিপাকে
যেন ভুলি না তোমাকে
নিরস্তর অন্তরে থাকে তোমার প্রীতি-প্রেম বিলাস।।