জীবন আমার ধন্য যে হায়
জনম মাগো তোমার কোলে।।
স্বর্গ যদি থেকেই থাকে
বাংলা মা তোর চরণ মূলে।।
মলয় ধোয়া সবুজ শ্যামল
ছায়া-ঢাকা অঙ্গ শীতল
গাহে পাখি কুজ্ঞবনে
অমিয় ঝরে ফুলে ফুলে।।
নীল আকাশে রাতের বেলা
হাজারো চাঁদ তারার মেলা
হুর-পরীরা বেড়ায় খেলে
কাজল নদী দোদুল দোলে।।
হেথা আমি কুসুম সাথে
জনম নিলাম অরুণ প্রাতে
শুয়ে ঘাসের গালিচাতে
মরন যেন হয় বিভোলে।।
মরার পরে ভুল ভাঙ্গিয়া
তোমার সনে মিশাইয়া
রেখ আমায় যুগে যুগে
জালাল কয় পরান খুলে।।