জীবন থাকিতে মরতে কয়
জানি না সে কেমন মরণ, শুনতে মনন হয়।।
জীবন থাকিতে মরণ, গোস্বামীর কলম নিরূপণ
মারায় মারায় কবে সাধন, সে মরণ কারে বলা যায়।।
করিলে অটল সাধন, সে ত আত্ম সুখের কারণ
লোহায় লোহায় করে ঘর্ষণ, জীবনে মরণ কৈ সে হয়।।
বানে বানে রণ করায়, পূর্ব স্বভাব তাহাতে রয়
মাসী পিসি জ্ঞান নাহি রয়, পশু ব্যবহার তারে কয়।।
রসিক রসিক বলে ঘোষণা কোটির মধ্যে ২/১ জনা
দুদ্দু মরার ভাব জানে না, চটকে মাতায়।।