জীবন ভরে ধরে গেলি পরের ভুলি ত্রুটি
নিজের ঘরে আবর্জনা তর্জমা তার নাই মুটি।।
মুখে শুধু পরনিন্দাবাদ, কর্ণে শুধু শুনলি কুসংবাদ
তোর ত্বকে বাধায় সখের ফ্যাসাদ
কুদৃশ্য তোর চোখ দুটি।।
অজ্ঞানে করিস পরচর্চা, জ্ঞান অস্ত্রে তোর পড়িলো মর্চা
মিছে মামলায় আমলার পিছে করলি সব খরচা
ও তোর দেখাবার নাই দাখিলা সব খরচা
কারপেকায় পুতিস খুঁটি।।
তোর শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ভাই, ভালো মন্দের দ্বন্দ্ব হলো তাই
নিজের যেমন প্রকাশ তেমন বাইরে কিছু নাই;
গভীর অতল তলের কল্পনা নাই
অল্পজনের তিত পুটি।।
নরলোকে যেমন হবে ভাব, পরলোকে তেমনি হবে লাভ
নীর ফেলে ক্ষির পান করে যা হংসের যেই স্বভাব;
পাগল বিজয় কয়, এমন হলে ভাব
উঠবে স্বর্গে ফুল ফুটি।।