জীবের আর ভয় কিরে আছে
কলিযুগে ওড়াকান্দি হরিচাঁদ উদয় হয়েছে
তার প্রেম বন্যায় স্রোত বয়ে জগত মেতেছে
তিনি ঘাটে পথে নিশান দিয়ে রথ চালাইছে।
তার ভক্তবৃন্দ পারের জন্য তরী সাজাইছে
স্বামী তারকচাঁদ কয়, ও তিনকড়ি ভয় কিরে আছে,
তোর পারের কর্তা গুরুচাঁদ সেই ঘাটে বসেছে।