(তাল-গড়খেমটা)
জীবের চিত্ত সন্দ গেছেরে, কাজ কি আর ও সব কথায়।
যে দিন গৌর নিত্যানন্দ, গৌড়েতে এসেছে।
সে দিন হতে আর কি জীবের চিত্ত সন্দ আছেরে।
গৌর নিতাই করে দু’ভাই পাষণ্ড দলন,
যত ধর্মস্ব পুণ্যস্ব জ্ঞানী দলে নরোত্তম রে।
আমার হরিচাঁদের আগমনে গোলকচাঁদের দম্ভে,
জীবের সাধন ভজন পৈশাচ বৃত্তি পলায় অবিলম্বে রে।
শুদ্ধ সহজ বিশুদ্ধ প্রেম পাগলের মেলায়,
তোরা হরি বলে আয় সকলে সময় বয়ে যায় রে।
প্রেমানন্দে মহানন্দ ডাকে বারে বারে,
তারক কাঁদে পড়ে পদে, গুরুচাঁদ যা করে রে।