জীব তরাতে তরিকের কিস্তি
জীব তরাতে তরিকের কিস্তি নবী ঘাটে এনেছে
গোনাহগারে নিবেন পারে তরিক যে ধরেছে।।
নবী দিচ্ছে তরিক জাহের, পুসিদাতে ভেদ হয় খোদা
পুসিদা তরিক রাছুল ছিনাতে দিয়াছে।।
বেহেস্তের আশা দোজখের ভয়, আশকদারের মনে না হয়
আল্লাপানে অহর্নিশি চাহিয়া রয়েছে।।
মজবুত তরিক এই হয়, তরিক কিস্তি আশেকে পায়
অধিক পাঞ্জু ভাব না জেনে ভ্রমেতে ভুলেছে।।