নফি এজবাত জেকের যে করে
পায় সে নাজাত আল্লাহরই জাত, নবীর আইন প্রচারে।।
লায়লাহা কোথায় উৎপত্তি, ইল্লাল্লা কোথায় বসতি
লায়লাহার কি আকৃতি, ইল্লাল্লা কি আকার ধরে।।
নেস্ত গম নফি লেখা যায়, ইল্লাল্লা এজবাতে সে হয়
আশেকে মাশুক মিশায়ে, ফানা বাকা কয় যারে।।
লায়লাহা নামায়, ইল্লাল্লা উঠায়, লালন সে জেকেবের ভেদ পায়
দুদ্দু কমিন না বুঝে তায়, কেবল মুখে তোড় ধরে।।