অজ্ঞান তিমির হে গুরু নাশ কর, জ্ঞান অঞ্জন নয়নে দাও।
শলাকয়া দিয়া চক্ষুরুন্মিলিতং আমারে চেতন করাও।।
মায়ায় মোহিত হয়ে ভুলেছি তোমারে
চৌরাশী লক্ষ যোনী ঘুরি বারে বারে, এ-ভব সংসারে
মরি ঘুরে ঘুরে, আমারে কৃপা করে আলো দেখাও।।
ভ্রান্ত জীব আমি ভ্রম ত গেল না
অসার সংসারে সার ত হল না, আসা যাওয়া বারে
পাই হে লাঞ্ছনা, এ গর্ভ যন্ত্রণা, আমারে ঘুচাও।।
তোমা বিনে কেই নাই জগতে, অগতির গতি দাও
শুনি বেদ পুরাণেতে, দাস রাধা শ্যামের প্রতি, শীঘ্রই কর গতি
করি হে মিনতি ফিরিয়া চাও।।