জ্ঞান অস্ত্রে তোর ধার বেড়েছে শাস্ত্রের ঘর্ষণে,
যেন নিজের অস্ত্রে নিজে কেটে
মরিস না অসাবধানে।।
জ্ঞান যদি হয় বাক্যের বাহক কর্মেতে নাকাল
কাজে শূন্য কথায় ধন্য তারে কয় বাচাল;
সে নিজেকে রাখিতে সামাল
পারবে নাকো সাধনে।।
লোক ঠকানের সংগ্রহ তোর শাস্ত্রাদি ঘেঁটে
পরের যাত্রা নষ্ট করিস নিজের নাক কেটে;
ও তুই বেহিসেবি খাটানি খেটে
কি পোয়েছিস জীবনে।।
বেদ-বেদান্ত পড়ে যদি না জাগে বেদন
দেবতা নিবে না তোর নৈবেদ্য নিবেদন;
তার ভজন সাধন যজন যাজন
সাবি বৃথা ভুবনে।।
নিবেদন যার বেদনভরা নয়নভরা জল
হৃদয় ভরা ভালোবাসা জনম তার সফল;
পাগল বিজয় চায় অন্তিমের সম্বল
ব্যথার অশ্রু বর্ষণে।।