জয় জয় হরিচাঁদ ক্ষীরোদ ঈশ্বর।
জয় শান্তি মাতা পদে ব্রহ্মান্ড যাহার।।
জয় মহাকাল গুরুচাঁদ গুণমণি।
জয় সত্যভামা দেবী জগত জননী।।
জয় প্রভু পুত্র দেব শ্রী শশীভূষণ।
রূপে গুণে তুল্য যার মিলে না কখন।।
জয় শ্রী প্রমথ চাঁদ জগত কল্যাণ।
উঠুক নিখিল বিশ্বে তব জয় গান।।
জয় শ্রী তারক চাঁদ কবি শিরোমণি।
“হরিলীলামৃত” রচি’ মাতা’লে অবনী।।
তোমার গুণের কথা কহন না যায়।
তব গুণে বাধ্য সদা হরি রসময়।।
জয় শ্রী গোপালচাঁদ অপার মহিমা।
দেবে নাহি পারে, নরে কিবা দিবে সীমা।।
তব করুণায় নাথ আছি ধরাপরে।
হরি গুরুচাঁদ তত্ত্ব শেখালে সবারে।।
বিপিন যাদব জয় নকুলের জয়।
দীন মহানন্দ যাচে শ্রীপদ আশ্রয়।।
শ্রী হরির ভক্ত পদে করি শির নত।
মনের বাসনা রচি শ্রী গুরু-চরিত।।
“গুরু-কৃপাহি কেবলং”-সেই মাত্র বল।
পুরিলে মনের সাধ জনম সফল।।