(তাল-সন্ধ্যা আরতি)
জয় যশোমন্তের তনয়, জয় জগদীশ।
জয় জয় জগদীশ হরি জয় জগদীশ।
সাঁঝে বাতি দেও হে সবে গোরস তৈলে।
আরতি করে হরিচাঁদের ভক্তে মিলে
অনলে সুগন্ধি ধুপে ধূপতি জ্বালিয়ে
চরণে তুলসী দাও চন্দনে মাখিয়ে।
অমল কমল ফুলে সাজায়ে ডালা,
কমলা সেবিত পদে সেবেন কমলা।
ব্যজনে মরুর পুচ্ছ আর তালপত্র
সুরমা রমণীগণে ব্যজনে শ্রীগাত্র।
শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল
মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল।
দিবাকর শশধর দিবাকর সূত
শঙ্কর শঙ্করী নাচে দেখিতে অদ্ভুত।
মৃত্যুঞ্জয় দশরথ নাচে নাচে হীরামন
প্রেম ভরে মাতোয়ারা হয়ে মহানন্দ।
ভনে তারক চন্দ্র দাসে আরতি কাহিনী
আরতি ইতি ভক্তগণ কর হরিধ্বনি।
ভজ হরি কও হরি লও হরি নাম
হা রে হা রে হা রে হরিশ্চন্দ্র গুণধাম।
(ডাক) প্রভু সবেরে করিলে দয়া আমায় কেন বাম
হা রে হা রে হা রে হরিশ্চন্দ্র গুণধাম।
হা রে হা রে হা রে গোলকচন্দ্র গুণধাম।
হা রে (৩) মৃত্যুঞ্জয় গুণধাম।
হা রে (৩) দশরথ গুণধাম।
হা রে (৩) হীরামন গুণধাম।
হা রে (৩) মহানন্দ গুণধাম।
হা রে (৩) হরিভক্ত গুণধাম।