(তাল-একতালা)
জয় সীতা আর সীতানাথের জয়।
হল জগত ভরি জয় জয়।।
ওগো জয় শচী জয় জগ্নমাতা, জগন্নাথ মিশ্রের জয়।
জয় পদ্মাবতী সীতামাতা, হাড়াই পণ্ডিতের জয়।।
নাড়া দেয় গঙ্গাজল, চন্দন তুলসীর দল, বলে শ্রীকৃষ্ণায়ঃ
তাইতে ফাল্গুনী পূর্ণিমা তিথি, গ্রহণের সময় জয় জয়।
(জনম নিলে সেই গ্রহণ কালে, আমার গৌর হরি)
নাড়ায়ে গোলকধাম, কি মধুর হরিনাম, এল নদীয়ায়,
যেমন শমনেরে ঘাস কাটাতে, লঙ্কায় এল জয় বিজয়।।
শান্তিপুরে ছাড়ে ডাক, চিত্রগুপ্ত অবাক, চিত্তে না জুয়ায়,
সেই বুড়ো নাড়ার নৃত্য দেখে, যম বলে ঐ নাড়ার জয়।।
নাচিছে সীতা মা বুড়টির সাধনা, এইত পূর্ণ হয়,
দিয়ে বাহু নাড়া, বুড়া নাড়া, বলেরে গৌরাঙ্গের জয়।।
নমঃ হরিচন্দ্রায়ঃ নমঃ গুরুচন্দ্রায়ঃ গোলকচাঁদের জয়।
তোরা জয় হরি বল, গৌরহরি বল, হবি যদি শমন জয়।।