টাকা কিন্তু অনেক বড়
মন কিন্তু অনেক ছোট,
যার হয় অনেক টাকা
সে হয় কৃপণ।।
অর্থ হয় অনর্থের মূল
টাকা ছাড়া সকল ফাঁকা,
কলি যুগে হয় না
সাধন ভজন।।
কবে আমি টাকা পাবো
ভগবানকে ভুলে যাবো,
পায়ের উপর পা নাচাবো
হবো বড় মহাজন।।
একেবারেই যাবো গোল্লায়
পাবো কলি রাজার সিংহাসন,
টাকা ছাড়া চলবে না
ভবার সত্য ভাবনা।।
মা ভবানী উপায় কর
এইটি ভবার সাধনা,
মা তো ভবার হৃদয় মাঝে
কর্ম করি অনুখন।।