(রাগিণী টোরী-তাল আড়া)
ডাকলে যে জন দেয় না সাড়া, কি হবে আর তারে ডে’কে
সুখে থাক্ তুই আপনা ভাবে, যেমন আছিস্ তেমন থেকে।।
কেন্দে কেন্দে হ’লে সাড়া, যে মুছায় না অশ্রুধারা
ভয় পেলে যে নেয় না কোলে, কাজ কি আছে দিয়া তাকে।।
পোড়া প্রাণ জুড়াইতে, ডাকি তায় আকুল চিতে
সে চায় না ফিরে রয় তফাতে, এমন জনে কেবা ডাকে।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত