ডুবে দেখ নবীর দীনে
নিষ্ঠা হয়ে মন।
ঘিরবে এসে কালশমন।।
সাঁইকে যে না চেনে
তারে নৌকায় নিবে কেনে,
ফেলে দেবে ঘোর তুফানে
মরবি তখন।।
সাকারে নাই লীলায় ছিল
চার তরিকা তখন হইল,
কুদরতির পর আসন ছিল
কুদরত বুঝবি কেমন।।
ছোট মুখে যায় না বলা
এতই সাঁইয়ের আজব লীলা,
সিরাজ সাঁই কয় দমের মালা
জপরে লালন।।