ডেকে কেবা জাগালো মোরে এতো ভোরে শ্রাবণ বাদলে।
ঘন বৃষ্টির মাঝে দৃষ্টি হানে এক সৃষ্টি ছাড়া পাগলে।।
বাতাস বহে ঝাঁকে ঝাঁকে
ভেজা পাখি পাখা ঝাঁকে
ভাঙ্গা মেঘের ফাঁকে ফাঁকে যেন কার মুখ দোলে;
হারে ঢেকে যায় মোর ভোরের আলো
তোমার চোখের কালো কাজলে।।
অতীতের এক ব্যথার গীতি
হারানো পরানের প্রীতি
জাগে এক পুরানো স্মৃতি শ্রাবণের হিল্লোলে;
এসে কে যেন মোর স্বপন ঘরের
গোপন দরজা খোলে।।
দিনগুলি সব কালের অধীন
এ জীবনের অমূল্য দিন
পাগল বিজয় বলে, যখন যায় যায় চলে দিন;
ও সে কোনোদিন ফিরবে না সেদিন
কোন কিছুর বদলে।।