তলবেল মওলা যে জন হয়
কেরাবন কাতেবিন তার খবর নাহি পায়।।
নাহি করে বেহেস্তের আশায়, দোজখ বলে না রাখে ভয়
দীন দুনিয়া তরক তার হয়, খোদার তারে তার মিশায়।।
শোগল রাবেতা দোন, বরজখ নিরূপণ
মোরাকাবা তার ধিয়ান, মোশাহাদায় মশগুল রয়।।
খোদরূপে করিয়ে ফানা, বে-খুদি আশেক দেওয়ানা
মাশুক রূপে তার মিলনা, খোদার রঙ্গে রং ধরায়।।
আশেক মাশুক গম যেস্ত, কোরবান কাতেবিন খবর নেস্ত
লালন কয় দলিল ছাবেত, দুদ্দু সে ভেদ নাহি পায়।।