(রাগিণী খাম্বাজ-তাল খেমটা)
তাঁরে কাছে ডেকে আন্, তাঁরে কাছে ডেকে আন্।
যাঁরে দেখলে জুড়ায় পোড়া আঁখি, ডাকলে জুড়ায় প্রাণ।।
ভক্তি ভরে মধুর স্বরে, তাঁরে কাছে ডেকে আন্
চোখের জলের বাধন দিয়ে, তাঁরে কাছে ডেকে আন্।।
ডাকদে ডাকদে তারে মমতা মাখিয়া সুরে,
শিশুর মত মা, মা, করে, যে সুরে হয় প্রাণ জাড়ান।।
নয়ন সপিয়ে প্রাণের টানে, জাগাইয়া তোল প্রাণ্।
চাঁদে চাঁদে মিশামিশি, ক্ষণে কান্না ক্ষণে হাসি,
মনোমোহন কয় ভালবাসি, যে হাসির আার নাই ফুরান্।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত