তারে আমি ভুলবো কেমনে
পাগল করেছে শ্যামের বাঁকা নয়নে,
আমি কেন গেলাম যমুনাতে
সই রে পানিয়া ভরনে।।
প্রেম যমুনার কিনারে
প্রথম দেখিলাম সেই অচিনারে।
হৃদয় বীণার মিলন ঘুরে
বজিলো মধুর মধুরে;
প্রাণে পেলো প্রাণ বধূরে
সে কোন মধুর লগনে।।
সে যে বাঁশির কিশোর প্রিয় দর্শন
তার রূপ লাবণ্যমৃত বর্ষণ
আঁখির দৃষ্টি প্রাণ মাতানো
পাখি ধরার ফাঁদ পাতানো
স্বর্গের অমিয় মাখানো
তার চন্দ্র বদনে।।
তার কাজল টানা আঁখির ধারে’
পরকে আপন করে ছাড়ে।
যে দেখে শ্যাম পীতবাসে
মন যায় তার বনবাসে;
রয়না সে আপন আবাসে
ফুলের ফুল শয়নে।।
পাগল বিজয় কাঁদে আসন পাতি
আজো এলো না মোর জীবন সাথি
প্রিয়তমের প্রেম বিলাসে
অভিনব অভিলাষে;
দিন কাটে আসার আশে
পূজারকুসুম চয়নে।।