তারে আর কি ফিরে পাবো রে
তারে আর কি ফিরে পাবো রে যারে হারিয়েছি জীবনে।
যদি সে আমারে দেখে কখন রে
তবে কি চিনবে সে মোর নয়নে।।
বাদল ভেজা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা চাঁদ
এমনি দিনে হারায়েছি আমার ঘরের চাঁদ;
পড়লো আলোর ঝনায় আঁধারের বাঁধ গো
সে চাঁদ খুঁজি সারা ভুবনে।।
মণি কাঞ্চন মুক্তা মানিক না থাকলে ঘরে
অর্থ হইলে মিলে সবি দিন কয়েক পর;
শুধু মন বিক্রি হয় মনের দরে গো
সেই মন মেলে না মণিকাঞ্চনে।।
নদীর কূল ভরিয়ে ওঠে ভেঙ্গে গেলে পর
ভাঙ্গা মনের কূলে ভূলে কভু পরে না রে চর;
যায ভেঙ্গে গেছে স্বপনের ঘর গো
কেন সে ঘর বাঁধে না গহনে।।
কতো বিরহীর দীর্ঘনি:শ্বাস আকাশ মরুতে
মিশলো কতো করুণ আঁখির বারি মাটির পরতে;
কতো জন মিশিয়ে জল স্রোতে গো
নামিলো পরবতের ঝর্ণা সনে।।
জীবনে যা হারিয়ছি পাবো না তা আর
এইটুকু মাত্র রইলো পুঁজি প্রাণের হাহাকার;
পাগল বিজয়ের ছিন্নবীণার তার গো
কাঁদিছে জ্বজনবিহীন বিজনে।।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….