তারে কি আর ভুলতে পারি
তারে কি আর ভুলতে পারি
মন দিয়েছি যে চরণে,
আমি যেদিকে ফিরি সেই দিকে হেরি
ঐ রূপের মাধুরী দুনয়নে।।
তোরা বলিস কালো কালো
কালো নয় সে চাঁদের আলো,
সে যে কালাচাঁদ, নাই আর এমন চাঁদ
সে চাঁদের তুলনা তাইরি সনে।।
দেবের দেব শিবভোলা
তার গুরু ঐ চিকনকালা,
তোরা বলিস চিরকাল, নন্দের রাখাল
কেমন রাখাল জান গে বেদ-পুরাণে।।
সাধে কি মজেছে রাধে
সেই কালার প্রেম ফাঁদে,
সে ভাব তোরা কি জানবি, বল্লে কি মানবি
লালন বলে শ্যামের গুণ
গোপীরাই জানে।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….