তারে দূরে থেকে ভালোবাসিস আনিস না কাছে,
তোর মনের মলিনছোঁয়া লেগে
সব খোয়া যাবে পাছে।।
এখনো কি ভাঙ্গে নাই তোর ভুল
দেবতার পূজায় লাগে না পাঁপড়ি ঝরা ফুল;
তুই ভুল করে ফুল তুলতে যাস নে গাছের ফুল
থাকুক গাছে।।
দুর গগনে দেখে কালোমেঘ
চাতকিনীর চিতে জাগে কতো কি আবেগ;
ভাবের আবেগে দেখে দূরের মেঘ
ময়ূর ময়ুরী নাচে।।
পাওয়ার চেয়ে চাওয়ায় সুখ জানি
চাঁদকে পেয়ে কুমুদিনী জাগে রজনী;
আরো সূর্যমুখী সরোজিনী
পুরবের আলো যাচে।।
পাগল বিজয় বলে, প্রেমের এই রীতি
নিজের সাথে নিজে আগে কারো পিরিতি;
পরে পাবে পরাৎপরের প্রীতি
তোর ঘরে তোর সব আছে।।