তারে দেখলে হয়রে প্রাণ শীতল
বদন ভাইক্টের হরি হরি বল।
আমার সঙ্গে নিবার ধন কিছু নাই রে
হরি নাম পথের সম্বল।
আমার ভাঙ্গা তরুণী ভয়ে কাঁপিছে
পরিণি রে আমি সাঁতার না জানি
না জানি কোন ভবাসাগরে আমার দেহতরী হৈল তল।
নায়ের মাঝি ছয় জনা এরা কৈরে কুমন্ত্রণা
এখন জানে না
আমি কারে দেখিয়া প্রাণ জুড়াব রে
আমি কারে করি পারের বল।
আমার আয়ু হইল শেষ
আমি চলছি আপনি দেশ বা গুরু ছাড়িয়া বিদেশ
যে দেশে নাই জন্ম মৃত্যু রে
আমায় সেই দেশে নিয়ে চল।
ভাইবে রাধারমণ বলে আমায় মিলিয়া সকলে
তোমরা কর্ণে দিও নাম রে মুখে দিও গঙ্গা জল।