তারে ধরবো আমি কিসে-
দিবা নিশি ঘুরে যে জন তিলক মাত্র রয়না বসে।।
ৃআমি তারে কতই খুজি, সে চল যায় সোজাসুজি
বাহিরে নয় মাঝামাঝি অন্তরে মহাদেশে,
মনের চাপে হৃদয় কাঁপে সমুদ্র যায় শুষে-
রস নাই মানুষের বাস করছে ভাবে ডুবে কাঁদে হাসে।।
দিন যেতেছে বড়ই দূঃখে, কেউ কারো দেখিনা চোখে
কাঁদিছে দুনিয়ার লোকে বিরহ নিঃশ্বাসে,
কুল মান লজ্জা-ভয় সব গেলো আজ ভেসে-
নকশা খানি হাতে রাখি একদিন তারে পাওয়ার আশে।।
শুনেছি সে ভক্তের কাছে রয় চিরদিন কথার বসে
কী ভক্তি করিবে জালাল অস্থির বিশ্বাসে,
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঘুরাইয়া নিমিষে-
আকাশে এক ঠ্যাং রাখিয়া উঁকি দেয় মোর ঘরে এসে।।