তারে পাবি শুধু সাধনে মন মানুষ ধরো রে যতনে।
সে যে পলকে ঝলক দিয়ে যায়
অলস নয়নের কোনে।।
বাড়ির ধারে আর্শিনগর পড়শি রয় একজন
আমি এক দিন তারে দেখলাম না সে-মানুষ কেমন
সে যে কতো মোর আপন;
আমার সকল অভাব করে পূরণ
সাবধানি সে গোপনে।।
পথ হারায়ে কাঁদি যবে বিষমবিপাকে
কালো রাতে আলো হাতে নাম ধরে ডাকে
আমার নাম ধরে ডাকে;
এমনি বিপথ ধরে রাখে
থাকে চলবার পথের সামনে।।
বিলাসের বিছানায় ঘুমে নিশি করি ভোর
শিয়রে বসিয়া জাগে দরদিয়া মোর
জাগে দরদিয়া মোর;
সে আগুলিয়া দুবাহু ডোর
কতো বাঁধে স্নেহের বাঁধনে।।
দুয়ার দিয়া ঘরের পাশে আসে দেবতা
আমি ভুলেও দেই না দুয়ার খুলে বলি না কথা
আমি বলি না কথা;
তারে কতো যে দিয়াছি ব্যথা
তবু অভিমান নাই তার মনে।।
পাগল বিজয় বলে, বেলা গেলো খেলা ফেলে আয়
পুঁজিবাটা ফুরায়েছে ছয়বেটা চোরায়
হিসাব মিলবে নাকো হায়,
এখন যা আছে তাই সঁপিয়ে তায়
গিয়ে ক্ষমা চাও তার চরণে।।