তার নামে এতো মধুরতা বুঝি নাই তা আগে,
আমার গত দিনের সেই অনুতাপ
অন্তরে আজ জাগে।।
বাল্যকালে বাল্য খেলায়
কেটেছে দিন অবহেলায়
দিন ফুরায় যৌবনের মেলায় বিষয় অনুরাগে।।
শেষ কালে শমনের শংকায়
মরণভীতি পরান চমকায়
জীর্ণগৃহ দমকাহাওয়ায় কখন যেন ভাঙ্গে।।
ওঠে সেই দু:খ বক্ষ ছাপিয়া
রাখতে পারি না চাপিয়া
কাঁদে বিষাদে মনের পাপিয়া দিল কুসুমের বাগে।।
পাগল বিজয় কয়, মায়াতে ভুলে
দিন গেলো তাহারে বুলে
সেই অনুতাপে ওটে দুলে মনের কূলে লাগে।।