ভবঘুরেকথা

(তাল – কারফা)
তার রুপের কথা গুণের কথা বলা ভুল।
তার কি গুণ কব, কি বর্ণিব, অনাদি যার পায় না মূল।।
তার রুপের কথা, বলব কোথা, চাঁদ সূর্য্য নয় সমতুল;
ও তার অবর্ণিত রূপ রাশি, রূপ সাগরের নাহি কূল।।
তার গুণের কাছে, কি গুণ আছে, সেই গুণেতে দিব তুল;
সেত গুণাতীত, গুণমণি, যার গুণে জগৎ আকুল।।
অনন্ত না পেল অন্ত, মহিমা ভেবে এক ধূল,
ও সে বর্ণশ্বেরী বর্ণেহারী, সমর্পিল জাতিকুল।।
ও তার রূপ গুণের শেষ, না পেয়ে শেষ পাতালাতে করল স্থুল।
ও তার নাম মাহাত্ম্য ব্রহ্মার সুত, জানতে গিয়ে নামাককুল।।
বলে স্বামী মহানন্দ, অশ্বিনী তুই-হ আউল;
ও তুই কি সুখ পেয়ে ভুলৈ রলি, দেখে ভবের শিমুল ফুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!