(রাগিণী মনোহরসাই-তাল লোফা)
তার সনে মন হওরে মাখা, যে জন তোরে ভালবাসে।
আপন হতে আপন যিনি, স্নেহ করে নির্ব্বিশেষে।।
মনে প্রাণে দেখা দেখি, চিদানন্দে থেকে সুখি,
প্রেমময়ে প্রেম কর, মনেরই অভিলাষে।।
পঞ্চপ্রেমে পঞ্চভাবে, সাধরে মন মাধবে,
প্রীতিকলা পূর্ণ হয়ে, পূর্ণচন্দ্র হৃদয়াকাশে।।
যাচ্ঞা কর শিশু হয়ে, সহজ প্রেম আসিয়ে,
গুরু শিষ্য স্বামী স্ত্রীতে, পূর্ণ হবে অবশেষে।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত