(তাল-গড়খেমটা)
এ মহাদেশে, তার হরির অভাব কিসে।।
ও যার চরিত্র পবিত্র হৃদয়, সদা প্রেমানন্দে ভাসে।।
জলে হরি স্থলে হরি হৃদয় বাসে;
ওরে অনলে অনিলে হরি, হরিরূপ রসে গেছে মিশে।।
যার হরিকথা হৃদয় গাঁথা, তার তুলনা কিসে;
ও সে হরিকথা কইতে কইতে, নয়ন জলে বয়ন ভাসে।।
হরিনামামৃত অবিরত পান করে যে বসে;
হয়ে নামে রুচি সর্ব্ব শুচি, নেচে বেড়ায় বেহাল বেশে।।
হয়ে নামে নিপুন, নিদ্রা মৈথুন তাড়িয়াছে দ্বেষ দিসে;
হয়ে পাগল পারা, মতোয়ারা, একবার কাঁদে একবার হাসে।
মহানন্দ, পাগল ছন্দ, প্রেম দিয়ে কাম নাশে;
অশ্বিনী তুই রইলি ভুলে, হলি প্রেম ঘটলনা তোর কর্ম্মদোষে।।