তাস খেলবি হুঁশিয়ার মন রে হুঁশিয়ার,
হাতের পাঁচ যে ঠিক না রাখে
সে নয় খাঁটি খেলোয়াড়।।
আগে বিচার না করে বাঁচার পাঁচ
কারে হাতে দিলি হাতের পাঁচ
আলোর আশে আলেয়ার পাছে ছুটলি কেন দুর্নিবার;
পাঁচ পাঁচা পঁচিশের ঘরে পঞ্চতত্ত্ব মঞ্চ লড়ে
গুরু যে ধন দিলো তোরে
ক্ষয় করলো ছয় জানোয়ার।।
হাতে তোর কড়া ক্রান্তি
জেকে বসলে ইস্তকবিন্তি
অন্তরে তোর মস্ত ভ্রান্তি সন্ধান কি তুই রাখিস তার;
বিপক্ষেতে করে বিদ্রুপ তুরূপের পর করে তুরূপ
ঘটলো তার তবিল তছরুপ
গেলো তোর হাতের পাওয়ার।।
বশ করা নয় তোর দশকড়া
তাইতে তুই হলি রসকড়া
পথ ভুলে যায় প্রায় শতকরা তোর দশা যে সেই প্রকার;
গোলামে মারিবে ধাক্কা ধরে নিবে চৌদ্দটেক্কা
হাতের পাঁচে পড়বে ফাক্কা
হুক্কাহুয়া হবে সার।
না পের যে নির্ভরতা
তারে বলে দুর্বলতা
হারায়ে কর্ম ক্ষমতা ধর্মবাদ করে প্রচার;
আঙ্গুরফল অতীব রসাল ধরা ছোঁয়ায় পায় না নাগাল
দায়ে ঠেকে কয় পাতিশেয়াল
গ্রেপস্ আর ভেরি সাওয়ার।।
খেলবে সাধকের খেলা
সুসারসম্পদ হবে মেলা
দিন থাকতে জ্ঞান আঁখি মেলা ঘনাইলো অন্ধকার;
পাগল বিজয় বলে, রাস্তা ভুলে কেমনে যাবে ও কূলে
কূলের তরি রইলো কূলে
বয়ে যায় গনেরজোয়ার।।