তিলেক দাঁড়া ওরে শমন,
বদন ভ’রে মাকে ডাকি,
আমার বিপদকালে ব্রহ্মময়ী,
আসেন কি না আসেন দেখি।
লয়ে যাবি সঙ্গে ক’রে,
তার এত ভাবনা কিরে,
তবে তারা নামের কবচমালা,
বৃথা আমি গলায় রাখি।
তিলেক দাঁড়া ওরে শমন,
বদন ভ’রে মাকে ডাকি।
লয়ে যাবি সঙ্গে ক’রে,
তার এত ভাবনা কিরে,
তবে তারা নামের কবচমালা,
বৃথা আমি গলায় রাখি।
তিলেক দাঁড়া ওরে শমন,
বদন ভ’রে মাকে ডাকি।
মহেশ্বরী আমার রাজা,
আমি খাস্তা লোকের প্রজা,
আমি কখন নাতান কখন সাতান,
বাকির দায়ে নাহি ঠেকি।
প্রসাদ বলে মায়ের লীলা,
মা, মা, মা, মা গো –
প্রসাদ বলে মায়ের লীলা,
অন্যে কি জানিতে পারে,
যার ত্রিলোচন না পেল তত্ত্ব,
আমি অন্ত পাব কি।
[শ্যামা সংগীত]