অকুল ভবধি তীরে হরি দয়াময়
ভক্তিবিহীন দীনেরও দীন পার করে দিচ্ছে হেলায়।
কলি যুগ ধন্য, যে যুগেতে অবতীর্ন,
হলেন হরি শ্রী চৈতন্য, কলির জীবের ভাগ্যোদয়।।
সাঙ্গ-পাঙ্গো লয়ে সঙ্গে, এলেন হরি পরম রঙ্গে,
জগত ভাসায় প্রেম-তরঙ্গে, আতঙ্কে যমদুত পালায়।।
অনর্পিত যেই হরি নাম, পুরাতে জীবের মনস্কাম,
ভবব্যাধি করতে আরাম, নামৌষধি জীবকে বিলায়।।
পূর্ন কুম্ভ, নিত্যানন্দ, এবে এল মহানন্দ,
নামের সহিত প্রেমানন্দ, তাই দিয়ে জগত মাতায়।।
তারকচাঁদ কয় উচ্চৈঃস্বরে, এমন দিন আর হবে নারে,
এমন দয়াল পাবি না রে, অশ্বিনী তোর সময় যায়।।