তুইতো আবার এলিরে শ্রাবণ বাদলভেজা পথে
আমি তো সেই ভাঙ্গা ঘরে রয়েছি সেই হতে।
আমার বাড়ি ঘর ভাসালো যে তোর
প্রবলবন্যা স্রোতে।।
ঘর বাড়ি ভাঙ্গিলে লোকের ক্ষতি পূরণ হয়
মনের ক্ষতি পূরণ বুঝি বিধির বিধান নয়;
সেই হারানো মনের বিনিময়
কিছু নাই জগতে।।
শ্রাবণ ধারায় সিক্ত হয় চৈতালি দেশ-ভূঁই
দগ্ধচিত্ত স্নিগ্ধ হয় না দু:খ কোথা থুই;
এমন নিঠুর খেলা খেলছিস তুই
নিজের খেয়াল মতো।।
বিল ভরিয়া ফুটে ওঠে শাপলা কুমুদফুল
বাবলা গাছে চিল বসে ঐ চিন্তায় সমাকুল;
তার মিলনের ছিন্ন তরুমূল
মরমের পরতে।।
পাগল বিজয় বলে, মনপোড়া লোক বনপোড়া হরিণ
জীবনের মান্ত্বনা তাদের নাহি কোনোদিন;
যতো বিরহী চির সাথিহীন
জনপূর্ণ জগতে।।