তুই আর কতো ঢের খেলবি খেলা বেলা বয়ে যায়,
তুই খেলতে খেলতে ভূত সাজিলি
পথল ধুলা মেখে গায়।।
সকালবেলা খেলতে হলে বার
বিকালে হিসাব করে দেখ তোর কতো হলো হার;
ও তোর এই খেলার মেয়াদ দিন দুযেক চার
বুঝলি না কো হায়।।
তোর খেলার সাথি ছিলো যে কয়জন
বেলা শেষে খেলা ফেলে তারা করলো পলায়ন;
কবে ভাঙ্গবে তোর এই খেলার স্বপন
আপন বুঝে আয়।।
চোখ ঢাকা তোর ধরণির ধুলে
চলার পথের সাথি নাইরে পথ যাবে ভুলে;
শেষে আঁধারে তুই নদীর কূলে
ঘূরবি পারঘাটায়।।
পাগল বিজয় বলে, ওরে আমার মন
এখনো তোর সময় আছে আমার কথা শোন;
আমরা দুই জনে হইলে এক জন
ঘুঁচবে পরের দায়।।