(তাল – ঝাপ)
তুই ভেবে দেখ ঐ হরি বিনে,
বন্ধু নাই আর এ সংসারে
হরি তোর হইল সর্ব্বস্ব, জীবন যৌবন দে তাহারে।।
১। হরি হইল সর্ব্ব মূলাধার,
ব্যক্ত আছে ত্রিসংসারে, যতই চরাচর।
এবার সময় গেল হরি বল।
দিন থাকতে নেও বদন ভরে।।
২। আগে মদনের ঘর বাঁধগে এটে,
হরি বলে বাহু তুলে, যাও প্রেমের হাটে।
সদা ডাক তারে বিরাগ ভরে,
শক্তি দিয়ে ভক্তি ডোরে।।
৩। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য্য,
ছয় রিপুকে করলে বাধ্য, হবেরে কার্য্য।
তবে প্রেমানন্দে কাল কাটাবি,
থাকবি সদা প্রেমনগরে।।
৪। তুই থাক যেয়ে প্রেমেরি বাজার,
প্রেমদাতা হরিকে তুই দেখবি রে এবার।
হরি গোসাই কয় এবার হরি কর সার
দীনবন্ধু বলি তোরে।।
……………………
রাগিনী – ভাটিয়াল