তুমি আল্লা তুমি হরি তুমি গোলোকের গোসাই
তুমি কালা তুমি কালি তুমি কলঙ্কিনী রাই
তুমি রমের দৌহিতা বনবাসি সীতা
ভগবত কোরান গীতা তোমায় যাচে অনুক্ষণ।।
তুমি নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ।।
আদি হতে অনন্তকাল তোমার ছবি আঁকিয়া
কুল পাইলোনা হাদিস ফেকা ভগবত কোরআন দিয়া
অনাদির ও আদি তুমি বিধির বিধি
তোমাকেই সাধি আমি বিপদ ভুঞ্জন।।
মসজিদ কি মন্দিরে গাছ তলাতে সন্ন্যাসি
তুলসি আর গঙ্গার জলে তোমাকে করে খুসিঁ
হে গিরিধারি রাই শ্যাম বাশরি
চিরো বিরহী কাঁদে শ্রী রাধিকার মন।।
আকাশ কুসুম নিরাময় ক্ষুদ্র কনা পাতালে
অনন্তে অনন্তে মিসি গোত্রবেধ মায়াজ্বালে
পতিত পাবন নামটি ধর সকলকেই পার কর
নাই কেহ তোমার বড় শ্রী মধুসুধন।।
শুনে তোমার নামের বাঁশি দীনহীন রাজ্জাক দেওয়ান
মোকসেদ তোমার জমিদারী রাজবাড়ি করলাম শ্মাশান
কিজেনো খাইয়াছি নেশা হার মাংসের পাইনা দিসে
সোনা ভাবি দস্তা শিশা পাইতে তোমার মন।।