তুমি জানো না তুমি জানো নারে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।
তোমার প্রথম যেদিন দেখেছি
মন আপন মেনেছি
তুমি বন্ধু আমর মন মানো না।।
সে দিন ফাল্গুনী দোল পূর্ণিমায়
মিঠেম মৃদুল বায়
ফুলবনের পুলকের আলপনা।
সেই মধুর মাধরীরাতে
বঁধুয়া তোমারি সাথে
আমি করেছিলাম যে-যামিনী যাপনা।।
তুমি চলে গেলে আমায় ফেলে
কি আগুন এ বুকে জ্বেলে
এক দিনও দেখিতে তুমি এলে না,
তোমায় পেলে মোর দু:খেরি কুটিরে
দেখাইতাম বক্ষচিরে
বুকের জ্বালা মুখে বলা চলে না।।
কাষ্ঠযোগে দাবানল
জ্বালয়ে পোড়ায় বন জঙ্গল
মনপোড়ানো আগুন বন্ধু তাহা না
যতো বিরহির অন্তরতলে
বিনা কাষ্ঠে আগুন জ্বলে
জলে গেলে জ্বলে একি যাতনা।।
আমি ঘুরি জনমে জনমে
ক্ষিতি অব তেজ মরুৎ ব্যোমে
খুঁজে ফিরি তোমারি ঠিকানা
পাগল বিজয় বলে, চিতচোর
বুকে রইলো ব্যথা ভরা বাসনা।।