বন্ধু তুমি জীবনের জীবন।
দয়া করে একবার মোরে
দাও তোমার রাঙা চরণ।।
পুড়িয়া হইলাম সারা
তুমি বন্ধু দেও না ধরা রে,
আম তোমা হইয়া হারা
জল ছাড়া মীনের মতন।।
নূতন যৌবনের জ্বালা
আর কত সহিব কালা রে,
বাঁচন হইতে মরণ ভালো
যদি না হইল মিলন।।
বাউল আব্দুল করিম বলে
রেখো তোমার চরণ তলে রে,
তুমি বন্ধে ভিন্ন বাসলে
কে আছে আমার আপন।।