তুমি তাই তুমি তাইগো
নিশি ধ্যায়ানে জাগরনে
আমি যারে চাই।।
মিছা মোহ ঘোর মায়াজালে
আমারে কাঁদাইয়া তুমি থাক নিরবে
আমার কি হইত প্রেম না করিলে
যে প্রেমে মিলেনা ঠাঁই
নিশি ধ্যায়ানে জাগরনে
আমি যারে চাই।।
প্রেম বাগানে ফুল তুলতে গিয়া
আমার মত মরিস না কেউ
নাগের বিষ খাইয়া
আমি আগে পিছে না বুঝিয়া
হাড়ে হাড়ে টের পাই
নিশি ধ্যায়ানে জাগরনে
আমি যারে চাই।।
কূল হারানি কইরা জগতে
আমারে দেখিতে
আগের মত ঐ বাঁশিতে
ডাকে না কেন রাই রাই
নিশি ধ্যায়ানে জাগরনে
আমি যারে চাই।।
লতা দেবি কথা নে আমার
আমি মরলে রাজ্জাক যদি
আসে দেখিবার
জিজ্ঞাসিলে বলিস শেষ বার
নাইরে তোর মমতা নাই
নিশি ধ্যায়ানে জাগরনে
আমি যারে চাই ।।