তুমি দূরে দূরে রাখো আমায় কাছে নিবে বলে রে
দয়াল কাছে নিবে বলে।
আমায় আঘাত দিয়ে পথে আনো
বিপথগামী হলে রে।।
তোমায় ভুলে থাকি যখন
তুমি নেমে আসো তখন
কঠিন হস্তে করে শাসন নিঠুরদয়া বলে;
দেহের ময়লামাটি ধুয়ে শেষে তুলিয়ে লও কোলে রে।।
কতো পথে ঘোরা ঘুরি
কখন নিকট কখন দূরেই
এমনি কতো লুকোচুরি খেলিছো বিরলে;
তুমি কাঁদাও হাসাও ডুবাও ভাসাও ভালোবাসার ছলে রে।।
তুমি কান্না বড়ো ভালোবাসো
কান্নার মাঝে কাছে আসো
ব্যথা দিয়ে ব্যথা নাশো ব্যথাহারী বলে;
তুমি বজ্রকঠোর কুসুমকোমল সুষুমায় মন ভোলে রে।।
পাগল বিজয় কয়, কাঁদবো অবিরল
আর কিছু চাই না কান্নার ফল
ফুল ফুল উঠে হৃদ শতদল ব্যাকুল আখির জলে;
যেন পৌঁছায় আমার অশ্রুকমল তোমার চরণ তলে রে।।