তুমি না জাগাইলে প্রভু জাগিবে না প্রাণ আমার
তুমি না ঘুছাইলে কভু ঘুচিবে না এই আঁধার,
সকলই তোমারই করে ভুলে আছি অহংকারে
মিছে আমার আমার করে ঘুরে মরছি অনিবার।।
তোমার করুনা বিনা কেহ যে তোমারে পায় না
তন্ত্রে মন্ত্রে যায় না জানা পায় না ভক্তি ব্যাবহার,
তুমি না ছাড়াইলে মায়া সঙ্গে রবে অঙ্গের ছায়া
হাত পা আছে যত কায়া সবাই যে মমতা তোমার।।
তুমি না ভাঙ্গিলে মোহ, ভাঙ্গাতে আর নাই কেহ
চরণে তুলিয়া লহ-এ দাসেরই জীবন ভার,
যার অন্তরে যত ভয় তাহার আছে তত সংসয়
নির্ভিক জালালে কয় তোর কাছে না যাব আর।।