দয়াল তুমি বিনে এ জগতে, আমার নাই কোন আর ভরসা।
অরে খাজা ইশ্রাইল শাহ, আমার দুই কুলেরই ভরসা।।
পড়লাম হাদীস আর কোরান, তাতে ঠিক হয় না ঈমান
তার পর ধরলাম, তরীকার নিশান
দয়াল আমার মাঝে ডুবে আমি, পাইয়াছি তোমার দিশা।।
আমার লা-মোকাম ধরে, যখন গেলাম ভিতরে
দেখি নজরো করে
দয়াল ৭০ হাজার পর্দার আড়ে, আমার কলবে তুমি বসা।।
ডুবে নাসুদ দরিয়ায়, গেলাম দরিয়ার তলায়
দেখি আল্লাহ নাই সেথায়
দয়াল কুল্লুবিন মুমীনের ঘরে, বুঝি তোমারই যাওয়া আশা।।
যারে হাসান ডাকতেছো, সে যে তোমারই অংশ
ওগো তারে সেফাতে রাখছো
যখন চুন হলুদে মিশে যাবে, তখন হাসান নয় সে ইশ্রাইল শাহ।।